মুখখানা লাজরাঙা নববধূ
ঢেকে রাখে দ্বাদশীর চাঁদ ;
এমন পূর্ণ তিথি না দেখি তোমাকে
ভেতরের মর্মবেদনা গাঢ়তর হয়
বহুবার অধরা নক্ষত্রের পানে
গানে গানে উদ্দীপ্ত যৌবন
ভালোবাসা মেঘে মেঘে আচ্ছাদিত।
জিবরানের ঈশ্বরেরা গভীর ঘুম, ধ্যানে
সুদূর লেবানন বিশারি গ্রামের মতো ;
মহল্লায় ধীবরেরা আধোঘুম জাগরণে
কুকুরগুলো একলা পাহারায় নক্ষত্র
জেগে আছি একলা আকাশ আমার ;
আজও চাঁদ ওঠেনি ওই দূর আকাশে.....
০১.০৪.২০১৯
33 মন্তব্যসমূহ
লেখকের নামের শেষে দাড়ি দিছিস কেন গাম্বাট 😡 তোর কি সাধারণ শিক্ষাও নাই ? তুই শিরোনামে দাড়ি হয় না সেটাও জানিস না ? তোর মতো অশিক্ষিত বালেশ্বর বালকে সম্পাদক বানিয়ছে কে ? সেই কুত্তার দোষ ৷ তোকে আর কত চোদন দিলে তুই শিক্ষিত হবি
উত্তরমুছুনPOBIRTA SARKER
মুছুনযেটা হয়েছে সেটা মিসটেক ছিল। তৎক্ষণাত ঠিক করা হয়েছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
তোমার কি প্রাইমারি শিক্ষাও নাই ছোটভাই ছি তোমাকে আর কত অনুরুধ করব বই পড বই পড় তোমার হাত ধরে অনুরুধ করি
উত্তরমুছুনকবিতাটি অসাধারন লাগল কিন্তু অচোদা সম্পাদককে এত ভাল কবিতা দিল কেন কবি
উত্তরমুছুনসম্পাদক আপনার কাছে খুব খারাপ মানুষ, আর আপনি অমায়িক, আপনি গ্রেট তাহলে বিষয়ভিত্তিক মন্তব্য করলে দেশ ও জাতির সামনে আপনার মহত্তম কীর্তি সমুজ্জ্বল হবে নিশ্চয়। বিষয়ের মধ্যেই থাকুন ধন্যবাদ।
মুছুনতোকে ১ বারও আমি খারাপ মানুষ বলিনি ৷ তুই শালা এতটাই গাম্বাট যে তোকে আমি বলি এক তুই বুঝিস আরেক ৷ তোকে খারাপ মানুষ বলেছি কোথায় প্রমাণ দিতে পারবি ? আশিক্ষিত গাম্বাট ৷
মুছুনআমি বলেছি তুই সম্পাদক হিসেবে অযোগ্য-অচোদা ৷ সম্পাদক সাজার কোন যোগ্যতা তোর নাই ৷ যোগ্য হয়ে ওঠ এই দোয়া করি
SIRAJUL ISLAM
মুছুনঅন্যকে অচোদা গাম্বাট, অযোগ্য শব্দগুলো যদি গালি না হয় তাহলে তুই এ উপাধি নিয়ে যথার্থ সম্পাদক হও। এমন আনকালচার্ড বালের --- থাকার দরকার নেই!
Nice কবিতা মকলু ভাইয়া
উত্তরমুছুনতুমি এগিয়া চল আমি তোমার fan তোমার সাথে আচি তুমি খুব সুন্দর কববিতা লিকেছ fine লাগল
আমি লিখিনি, সম্পাদনা করছি ধন্যবাদ।
মুছুনবাহ মকলু বাইয়া এই কবিতা তুমি সম্পাদনা করেচ?
মুছুনপাঠকের চোদন খেয় মকলু সাংবাদিক নিজের পোষ্টে নিজে কমান্ড করা বন্ধ করল নাকি
উত্তরমুছুনসুন্দর কবিতার সাবজেক্ট উন্নতি হচ্ছে মকলুর
আন্তরিক ধন্যবাদ
মুছুননাইস কবিতা প্রকান করেছ ওগো সম্পাদক ৷ আজ সারাদিন তোমার কন্ঠ শুনিনি তাই ঘুমাসছে না ,তুমি ১টা কবিতা শুনিয়ে আমাকে ঘুম পারাও
উত্তরমুছুনমন্তব্য করার জন্য ধন্যবাদ
মুছুনআই লাভ জিবরান
উত্তরমুছুনকবিকে শুভকামনা
মকলুকে চুমু 😘😘
সুন্দর লিখেছ মকচেল শুভকামনা
উত্তরমুছুনমো. তাইজুল ইসলাম
মুছুনলেখাটি আমার লেখা নয়।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
তুমি আমাকে মেসেজে কিছুক্ষণ আগে যা লিখেছো, তাতে আমি রাজী ওগো সম্পাদক
উত্তরমুছুনএসব কি ছোটভাই ? টুনিকে তুমি কি প্রস্তাব দিয়ছ?????
মুছুনটুনি ম্যাডাম আপৱাকে কি প্রস্তাব দিয়ছে মকলু আমাকে বলুন
মকলুকে ভাল লাগার কারণ?
উত্তরমুছুনএবং ভাল না লাগার কারণ?
যে যার মতো নিঃসংকোচে উত্তর দিয়ে যান।
ধন্যবাদ প্রিয় পাঠক
মুছুনমকলু সাহেব চুতরী গেল
উত্তরমুছুনউত্তর দিতে পাচ্ছে না
পাঠক সমাজ চুদছে তাকে
উন্নতি তার হচ্ছে না
অশিক্ষিত গাম্বাট মকু
পড়ালেখা নাই
বই পড়তে বললে বলে
তোমরাগুলা কাই?
এক বই লেখে মকলু
নিজেক ভাবে হাতির হোল
সেই বই পড়ে পাবলিক
করে দিছে মকুর হরি বোল
বই বিক্রির নেশায় মকু
সেজেছে ডেসটিনি
দেখলে তাকে পালায় সবাই
ইজ্জত মকুর কুরবানী
হায়রে মকু নেংটা মকু
পড়ালেখা নাই
ফেক কমেন্ট মেরে হলেও
হিরো সাজা চাই
ইদ্রিস আলী
মুছুনঅনেকতো অকথা, কুকথা বলেই চলেছেন! লেখা নিয়ে কথা বলেন, ভাই আর কত?
ওগো প্রিয় সম্পাদক,
উত্তরমুছুনকোথায় গেলে তুমি,
তোমায় কাছে না পেয়ে আমি
তোমায় মনে মনে চুমি৷
তুমি আমার রবীন্দ্রনাথ
তুমি আমার রুমি
তোমায় কাছে না পেয়ে ওগো
মনে মনে চুমি
কবিতাটি উচ্চ মানের আধুনিক ও বাস্তবসম্মত লাগল৷ কবিকে ধন্যবাদ৷
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনকিসমত জাহান টুুনি
উত্তরমুছুনকবিতা বা লেখা সম্পর্কে মন্তব্য করলেই ভাল হয়।
উত্তরমুছুনমকলুকে নিয়ে আমি 1টি গল্প রচনা করেছি ৷ অনুমতি দিলে শ্বে তপএে প্রকাশের জন্য দিতে চাই
বিশিষ্ট হাতির হোল কবি মোখলেসুর রহমান,
উত্তরমুছুনলেখকের আত্ম-মর্যাদা না থাকলেই সে সব সময় নিজেকে "হাতির হোল কবি" ভাবতে থাকে। "হাতির হোল কবি" হওয়ার থেকে নিজের প্রতি মর্যাদাবান মানুষ হওয়া আরো বেশি জরুরী কাজ। যেমন ছোট কবি, কিন্ত মর্যাদাবান, তাতে সমস্যা নাই। কারণ "হাতির হোল কবি" মূলত ছোটলোকি ধারনা, অহং পরিপূর্ণ একটা ফালতু আলাপ। তাই মোখলেস আপনি নিজেকে "হাতির হোল কবি" ভাবা বন্ধ করুন৷ পড়াশুনা করুন তারপর লিখুন৷ ভাল করবেন৷ শুভকামনা
আপনি যা ভাবছেন সম্পূর্ণ ভুল। আমি সব সময় নিজেকে ক্ষুদ্র মানুষ ভাবি!
মুছুনএসব তোমার মুখের কথা ৷ আচারণে তুমি নিজেকে বিশিষ্ট হাতির হোল কবি মোখলেসুর রহমানই মনে মনে ভাব এটা বোঝা যায়
মুছুনOmaik kobita fine
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷