New

শ্বেতপত্র

রেল গাড়ি / অরবিন্দ মাজী




হারিয়ে গিয়েছে কু ঝিক্ ঝিক্
ধোঁয়া উঠা রেলগাড়ি, 
অপু ,দুর্গারা দেখবে না  আর
কাশবন পিছনে ছাড়ি।

স্টীম ইঞ্জিন থেকে হুস হুস করে
ধোঁয়া উড়তো আকাশে, 
হর্ণের শব্দটা ছিল অন্য রকমের
ভেসে বেড়াতো বাতাসে। 

বুলেট ট্রেন আর পাতাল রেলের
যুগে ধোঁয়া উঠা শেষ, 
আমরা এখন আধুনিকতার প্রান্তে
বুলেট যুগে আছি বেশ!

হারিয়ে গিয়েছে কু  ঝিক্  ঝিক্
ধোঁয়া উঠা রেলগাড়ি, 
যেমন হারিয়ে গিয়েছে ঢেকিটি
গ্রাম-গঞ্জের ঘর ছাড়ি।

একটি মন্তব্য পোস্ট করুন

24 মন্তব্যসমূহ


  1. মকলুকে নিয়ে আমি 1টি গল্প রচনা করেছি ৷ অনুমতি দিলে শ্বে তপএে প্রকাশের জন্য দিতে চাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি কমেন্টে প্রকাশ করে দিন বড়ভাই ৷ সম্পাদক আমার ছোটভাই তাই আমি অনুমতি দিলাম

      মুছুন
    2. AKHTER HOSSAIN
      প্রিয় লেখক আপনি সম্পাদকের অনুমতি ব্যাতিরেখে মন্তব্যে গল্পটি প্রকাশ করায়, আমরা আপনার গল্পটি ডিলিট করতে বাধ্য হলাম। আপনি আপনার গল্পটি সম্পাদককে মেইল করুন। প্রকাশের জন্য বিবেচনা করা যাবে।

      মুছুন
    3. আপনি কে হে এ পত্রিকায় লেখা প্রকাশের অন্য জনকে অনুমতি দেন। এটা কোন ধরনের ভদ্রতা? এভাবে আর কখনোই নোংরামি করতে আসবেন না, তাহলে বড় ভাই গিরি ছোটায়ে দিব।

      মুছুন
  2. বিখ্যাত কবি সামসুল এস চৌধুরীসোমবার, ০৮ মে, ২০২৩

    কি ব্যাপার নাতি ? তুমি এই পোষ্টে নিজেই ফেকআইডি দিয়ে কমেন্ট করে হিরো হয়ে যাও ? এখনো কমেন্ট করনি কেন ? তাডৃাতাড়ি কমেন্ট করে হিরো সাজো ৷ সেজন্যই আমি তোমাকে উপাধি দিয়েছি হিরো কবি মোখলেছুর রহমান চৌধুরী

    কে কি বলে বলুক নাতি ৷ তুমি আসল দাদুর আসল নাতির মতো আবার শুরু করো তোমার অপকির্তিগুলো ৷ শুভকামনা আমাদের জয় হবেই

    উত্তরমুছুন
  3. কবি ইদ্রিস আলীসোমবার, ০৮ মে, ২০২৩

    এক বই লেখে মকলু
    নিজেক ভাবে হাতির হোল
    সেই বই পড়ে পাবলিক
    করে দিছে মকুর হরি বোল

    বই বিক্রির নেশায় মকু
    সেজেছে ডেসটিনি
    দেখলে তাকে পালায় সবাই
    ইজ্জত মকুর কুরবানী

    হায়রে মকু নেংটা মকু
    পড়ালেখা নাই
    ফেক কমেন্ট মেরে হলেও
    হিরো সাজা চাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ইদ্রিস আলী সুনিদিষ্ট মন্তব্য করুন

      মুছুন
    2. কবি ইদ্রিস আসীমঙ্গলবার, ০৯ মে, ২০২৩

      হোয়াট ইজ ইদ্রিস আলী
      কল মি কবি ইদ্রিস আলী

      আর কত করব নির্দিষ্ট মন্তব্য
      বোঝনা তুমি এত গাম্বাট
      মুর্খ জানোনা নিজের গন্তব্য

      বই বিক্রর নেশায় তুমি
      হয়ে গেছ উন্মাদ
      এবার একটু ভাল হও
      নোংরামি দেও বাদ

      হিরো যতোই সাজো তুমি
      নও তুমি হিরো
      তোমার চুরি পরেছে ধরা
      হয়েছ তুমি জিরো

      মুছুন
  4. কবিতাখানি
    আমি জানি,
    হয়েছে বেশ
    শেষ হয়েও যেন
    হইলোনা শেষ৷

    উত্তরমুছুন
  5. গণমানুষের প্রাণের কথা লিখেছো বাহে৷ কলিজা ঠান্ডা হয়ে গেল৷ মকলেচ, এগিয়ে যা৷ তুই সফল হবি৷

    উত্তরমুছুন
  6. মাওলানা মোসলেম আলীশুক্রবার, ১২ মে, ২০২৩

    মোখলেচের কবিতা আমি ভাল পাই৷ মারহাবা, মাষাল্যা

    উত্তরমুছুন
  7. মকলু বইবিক্রির জন্য মানুষের সাথে যা শুরু করেছে তাতে কুড়িগ্রামের লেখক সমাজের আগামী দিন খুব খারাপ বোঝাই যাচ্ছে

    উত্তরমুছুন
  8. মোখলেস তুমি ভাল হয়ে যাও এখনো সময় আছে নইলে পরে পালাবার পথ পাবে না ৷ ১ম বই প্রকাশ করেই যা শুরু করেছ তুমি তাতে করে তুমি একটি নিকৃষ্ট লেখক হিসেবে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে ৷ স্যরি মন খারাপ কর না আমার কথায় ৷ তোমার ভালর জন্য বললাম
    লোকেদের জিম্মি করে বই বিক্রয় করে লেখক হওয়া যায় না ৷ কেউ যদি সেচ্ছায় ক্রয় করে লেখকের আড়ালে গোপনে সেটাই প্রকৃত বিক্রয় ৷ এসব তোমাকে বুঝতে হবে ৷ তোমার শুভবুদ্ধি উদয় হোক ,,ঈশ্বর তোমার মানসিক বিকৃতি সুস্থ করে দিন এই প্রার্থনা করি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. POBITRO SARKAR

      উপরে কয়েকজন যারা আমার বই নিয়ে মন্তব্য করেছে তা সত্য নয়। আমি আমার বন্ধু মহল থেকে পরিচিতজন পর্যন্ত কাউকে বেকায়দায় ফেলে অথবা বারবার বলে বা পুস সেল করিনি। আমি যেটা করেছি তাহল বইটা পড়ার অফার করেছি, যারা সপ্রনোদিত হয়ে নিয়েছে শুধু তাদের হাতে বইটা গেছে।
      এছাড়া কোন সিনিয়র বা জুনিয়র কেউ এমন অভিযোগ করতে পারবে না।
      যারা মন্তব্য করছেন প্রতিহিংসা পরায়ন হয়ে মন্তব্য করছে।

      মুছুন
    2. বাহ মোখলেছ তুমি তো বেশ চালাক হইছ পবিত্র স্যারের মোটা হোল দেখে তার কমেন্টের উত্তর দিছ ৷ আর বাকিগুলার ছোট হোল দেখে কারো উত্তর দেওনি সুন্দর চালাক হইছ তুমি

      মুছুন
  9. মকলু সাংবাদিক চুৎরী গেছে আর উত্তর দেয় না,,,,,শ্বেতপত্র আর পকাত পকাত করি প্রকাশ করে না

    উত্তরমুছুন
  10. মকলু ভাই তুমি এগিয়া ছলো
    আমরা আছি তমার সাথে

    উত্তরমুছুন
  11. ফাতিমা বিনতেসোমবার, ১৫ মে, ২০২৩

    মকলু তোমার ভয় নাই
    রাজপথ ছাড়ি নাই

    উত্তরমুছুন
  12. শেতপএ বন্ধ হয়ে গেল মকু ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সনামে মন্তব্য করেন। নামহীন মন্তব্য করেন কেন? বুকে সাহস নিয়ে আসেন এখানে।

      মুছুন
    2. সনামে কমেন্ট করলাম সেটা ডিলেট করলু কেন শালা অচোদা গাম্বাট ছাগলচোদা মকলু;;;;;;; এইজন্য তোর পএিকা আমি বয়কট করেচি ৷৷তোর পএিকা আর পরিনা কমান্ডও করিনা৷৷৷তুই একা পড় তুই েকা ফেকআইডি দিয়া কমান্ড কর৷তোর ত এই চরিত্র আছে আগের৷নিজের পোস্টে নিজে ফেকাইডির কমান্ড করিস

      মুছুন
  13. কমেন্ট ডিলেট করা নিয়ে আপনারা যারা শ্বেতপত্রের উপর ক্ষুব্ধ, রাগান্বিত, যারা শ্বেতপত্র বয়কট করেছেন, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে এসে মনের মতো কমেন্ট করতে পারবেন৷ আপনার মনের কথাটি আমাদের সাইটে লিখুন৷ যত খুশি তত কমেন্ট করুন৷
    আমাদের ঠিকানা: www.pankty.com

    আমরা কমেন্ট ডিলেট করি না৷ আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী৷ পংক্তি পত্রিকা৷

    উত্তরমুছুন
  14. বিদ্রোহী কবি ইদ্রিস আলীবুধবার, ০৭ জুন, ২০২৩

    হায়রে মকলুর চুলকানি
    খেয়েছে সে লাল পানি

    কবিতাকে চুলকায়
    গল্পকে চুলকায়
    আরও চুলকায় তার ভাউসানী
    চুলকে চুলকে হইছে খাউজানী

    ভোকচোদ মকুকে নিয়ে কি করি
    অশিক্সিত শালার মুখে মুঞ্চায় জুতা মারি

    উত্তরমুছুন
  15. কী খবর মকলু চুতরী গেলু কেন ? আর পএিকা প্রকাশ না করিস ?? তোর মতো বালকামা সম্পাদকের মুখে গুড়ি মারি শালা

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷