New

শ্বেতপত্র

নদীর কাছে | মোকলেছুর রহমান

হেমন্তকাল

ঘনঘন নদীর কাছে যাই
জল, ঢেউ, নীলাকাশ, মেঘ, পাখি
বালুরাশি, পাড়, চখাচখি দেখি  
কী গভীর মোহে আচ্ছন্ন হই।
আমাদেরও শরীরে প্রবাহমান
শিরা-উপশিরায়, নালীতে 
-নদীর কলতান।


হর-হামেশাই নদীর কাছে যাই
নদীও আমাদের কাছে আসে
অস্থির প্লাবনে!
ভাসায় হাসায় 
উর্বর ফসলের উল্লাসে।

নদীতো পৃথিবীর শরীরে
বহমান শিরা-উপশিরায়।

আমাদের স্বপ্ন ভাঙে
নদীরও ভাঙে পাড়
তবুও এ চরাচরে কেউই 
না মানি হার।

প্রবাহ থমকালে জীবনাসন 
সেঁটে যায় সমাধিনামায়।
আমরা ও নদী 
উভয়ই বহমান ।


একটি মন্তব্য পোস্ট করুন

16 মন্তব্যসমূহ

  1. মকলুর মত কবি আমি জিবনে দেখিনি ৷৷ সে বাংলা কবিতার জগতের নায়ক ৷ তার কবিতা পড়ে আমার পাতলা পায়খানা কশা হয়ে গেসে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Md. Kulsum শ্বেতপত্র ভিজিট ও কবিতা পাঠের জন্য সাধুবাদ জানাই

      মুছুন
  2. শ্রী শ্রী গোবিন্দ হালদাররবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

    মকলু তুমি খুব Fine ছেলে ৷ নতুন নতুন লেখকদের চানস দিচ্চো তোমার মত মহান সাংবাদিকের ছবি বাংলা একাডেমীতে লটকে রাখা উচিত ৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. শ্রী শ্রী গোবিন্দ হালদার
      শ্বেতপত্র লেখা প্রকাশের ক্ষেত্রে নতুন ও পুরাতন লেখককে সমানভাবে স্থান দিয়ে থাকে সব সময়।

      মুছুন
  3. জাতিসত্তার কবি ইদ্রিস আলীরবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

    যত কবিতাই পরি না কেন
    তোমার মত হয় না যেন
    তুমি মকু কবিতা জগতে সেরা
    তুমি হিরো আলম
    তোমার কবিতার আমি ভক্ত
    দরকার হলে আরো দিব রক্ত
    রক্তের বন্যায়
    ভেশে যাবে অন্ন্যায়

    উত্তরমুছুন
  4. তাওবা ইসলাম বেকারীরবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

    কবিতাটি চলে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. শ্বেতপত্র ভিজিট এবং কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ জানাই। সাথেই থাকুন

      মুছুন
  5. লেখক ঈদিউল আলম মোবারক (মোবারক ইংলিশ একাডেমি / বি.এ, (অনার্স) ইন ইংলিশ, / ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি / মোল্লারটেক, দক্ষিণখান, ঢাকা-১২৩০ / মোবা-01603-860412)মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

    মকু তুমি নদির কাছে লাইপজেকেট নিয়ে যাইও না হইলে নদী তোমাকে ভাসিয়ে লিয়ে যাবে ৷ তোমার কবিতাটি অতটা উন্নতমানের হয়নি তোমাকে আরো পড়ালেকা করতে হবে ৷ তুমি কাজী নজরুলের কবিতা পড়বা বেশি বেশি ৷ তোমার মধ্যে বিদ্রহী ভাব আনতে হবে ৷ তাহলে তুমি লাইফে শাইন করতে পারবা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিয় পাঠক কবিতা পাঠ করে মন্তব্য করার জন্য ও পরামর্শ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হল।

      মুছুন
  6. এলাকার নেতা রবিউল ভাইবুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

    কবিতাটি অপূর্ব লাগলো। আমাদের প্রিয় কবি ও সম্পাদক মোকলেছ ভাইয়ের জয় হোক। শ্বেতপত্র জিন্দাবাদ, সম্পাদক ভাই জিন্দাবাদ।

    উত্তরমুছুন
  7. ছোটভাই তোমার চেয়ে সাইকেলের মেকার মোতাহার অনেক সুন্দর গল্প লিখেছে ৷ তুমি ওর কাছেও কবিতা লেখা শিখতে পারো ৷ নাহলে এসব লিখে মূল্যবান পাঠকসমাজের কাছে আমাদের বংশের নাকমুখ ডুবাচ্ছো তুমি ৷ তোমার গাজ্জিয়ান হিসেবো তোমাকে এসব আমি করতে দিতে পারি না

    উত্তরমুছুন
  8. বিখ্যাত কবি শামসুল এস চৌধুরীবুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

    সাব্বাশ নাতি
    যোগ্য নানার যোগ্য নাতির মত কবিতা লিখছ
    তোমার এই কবিতা নিয়ে আমি বাংলাএকাডেমী যাব
    দরকার হলে মামলা করব
    কিন্তু তোমাকে পুরুষ্কার দিয়েই ছারব এবার

    উত্তরমুছুন

অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷