ঘনঘন নদীর কাছে যাই
জল, ঢেউ, নীলাকাশ, মেঘ, পাখি
বালুরাশি, পাড়, চখাচখি দেখি
কী গভীর মোহে আচ্ছন্ন হই।
আমাদেরও শরীরে প্রবাহমান
শিরা-উপশিরায়, নালীতে
-নদীর কলতান।
হর-হামেশাই নদীর কাছে যাই
নদীও আমাদের কাছে আসে
অস্থির প্লাবনে!
ভাসায় হাসায়
উর্বর ফসলের উল্লাসে।
নদীতো পৃথিবীর শরীরে
বহমান শিরা-উপশিরায়।
আমাদের স্বপ্ন ভাঙে
নদীরও ভাঙে পাড়
তবুও এ চরাচরে কেউই
না মানি হার।
প্রবাহ থমকালে জীবনাসন
সেঁটে যায় সমাধিনামায়।
আমরা ও নদী
উভয়ই বহমান ।




68 মন্তব্যসমূহ
ভাল লাগল
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ
মুছুনমকলুর মত কবি আমি জিবনে দেখিনি ৷৷ সে বাংলা কবিতার জগতের নায়ক ৷ তার কবিতা পড়ে আমার পাতলা পায়খানা কশা হয়ে গেসে
উত্তরমুছুনMd. Kulsum শ্বেতপত্র ভিজিট ও কবিতা পাঠের জন্য সাধুবাদ জানাই
মুছুনমকলু তুমি খুব Fine ছেলে ৷ নতুন নতুন লেখকদের চানস দিচ্চো তোমার মত মহান সাংবাদিকের ছবি বাংলা একাডেমীতে লটকে রাখা উচিত ৷
উত্তরমুছুনশ্রী শ্রী গোবিন্দ হালদার
মুছুনশ্বেতপত্র লেখা প্রকাশের ক্ষেত্রে নতুন ও পুরাতন লেখককে সমানভাবে স্থান দিয়ে থাকে সব সময়।
যত কবিতাই পরি না কেন
উত্তরমুছুনতোমার মত হয় না যেন
তুমি মকু কবিতা জগতে সেরা
তুমি হিরো আলম
তোমার কবিতার আমি ভক্ত
দরকার হলে আরো দিব রক্ত
রক্তের বন্যায়
ভেশে যাবে অন্ন্যায়
জাতিসত্তার কবি ইদ্রিস আলী
মুছুনআপনাকে আন্তরিক ধন্যবাদ
কবিতাটি চলে
উত্তরমুছুনশ্বেতপত্র ভিজিট এবং কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ জানাই। সাথেই থাকুন
মুছুনমকু তুমি নদির কাছে লাইপজেকেট নিয়ে যাইও না হইলে নদী তোমাকে ভাসিয়ে লিয়ে যাবে ৷ তোমার কবিতাটি অতটা উন্নতমানের হয়নি তোমাকে আরো পড়ালেকা করতে হবে ৷ তুমি কাজী নজরুলের কবিতা পড়বা বেশি বেশি ৷ তোমার মধ্যে বিদ্রহী ভাব আনতে হবে ৷ তাহলে তুমি লাইফে শাইন করতে পারবা
উত্তরমুছুনপ্রিয় পাঠক কবিতা পাঠ করে মন্তব্য করার জন্য ও পরামর্শ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হল।
মুছুনকবিতাটি অপূর্ব লাগলো। আমাদের প্রিয় কবি ও সম্পাদক মোকলেছ ভাইয়ের জয় হোক। শ্বেতপত্র জিন্দাবাদ, সম্পাদক ভাই জিন্দাবাদ।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো, সাথের থাকুন।
মুছুনছোটভাই তোমার চেয়ে সাইকেলের মেকার মোতাহার অনেক সুন্দর গল্প লিখেছে ৷ তুমি ওর কাছেও কবিতা লেখা শিখতে পারো ৷ নাহলে এসব লিখে মূল্যবান পাঠকসমাজের কাছে আমাদের বংশের নাকমুখ ডুবাচ্ছো তুমি ৷ তোমার গাজ্জিয়ান হিসেবো তোমাকে এসব আমি করতে দিতে পারি না
উত্তরমুছুনManowar hossain
মুছুনবাহ্ দারুন পরামর্শ দিয়েছেন সেজন্য তোকে হলুদ গোলাপ শুভেচ্ছা। তুই ভাই তোর বংশের মুখ উপরে তুলে দে।
সাব্বাশ নাতি
উত্তরমুছুনযোগ্য নানার যোগ্য নাতির মত কবিতা লিখছ
তোমার এই কবিতা নিয়ে আমি বাংলাএকাডেমী যাব
দরকার হলে মামলা করব
কিন্তু তোমাকে পুরুষ্কার দিয়েই ছারব এবার
বিখ্যাত কবি শামসুল এস চৌধুরী
মুছুনযেহেতু নানা পুরুষ্কার দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছেন, তাহলে জৈষ্ঠতার বিচারে আপনারে আগে দেয়া বাঞ্ছনীয়।
উত্তরমুছুনআপনি কি বইটই পড়েন না? আপনার কবিতাই আপনার অশিক্ষার পরিচয় বহন করে ৷ সম্পাদক সেজেছেন আবার৷ বই পড়ুন আগে৷ কি যা তা লিখেছেন এসব৷ ডাস্টবিন
shapon.8738@gmail.com
মুছুনকবিতাটি পাঠ করে গুরুত্বপূর্ণ মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে আপনার কথার মর্যাদা রাখার প্রত্যয় ব্যক্ত করছি
কবিতাটি ভাল লেগেছে
উত্তরমুছুনমঙ্গল হোক শ্রীমানের
প্রত্যাশা করি কমেন্টপত্রের উত্তর পাবো বাবুমশাইয়ের কাছে
মুছুনশ্রী শ্রী গৌরকিশোর মোহিনীমঙ্গল কানু ভদ্র
শ্রীমান সময়, শ্রম ও মেগা ব্যয় করে শ্বেতপত্র পাঠ করেছেন, কবিতা সম্পর্কে মন্তব্য করেছেন সেজন্য অফুরান ভালোবাসা থাকলো। শ্বেতপত্রের সাথেই থাকুন
উত্তরমুছুনমায়াবি চোখের মোকলেছ
কেন এত হোপলেছ
ধন্যবাদ, ধন্য থাকুন
মুছুনভাই এবার বই মেলায় আপনার ইংলিস কবিতার বই চাই
উত্তরমুছুনভাই অধ্যাবসায় জারি আছে, হবে হয়তো কোন বই মেলায়।
মুছুন
উত্তরমুছুনটিনের চালে কাউয়া
মকু সম্পাদকের শাউয়া
Neta nahid
মুছুনপ্রিয় পাঠক ভালোবাসা নিন। প্রাসঙ্গিক মন্তব্য করার জন্য আন্তরিকতা প্রত্যাশা রাখি।
বাকা কোরবান
উত্তরমুছুনহাজার কবিতা
বেকার সবিতা
কবিতা পড়ুন তারপ র কবিতা লিখুন
যা তা লিখে কবিতা হিশাবে প্রকাশ করা বন্দ করুন নইলে পস্তাতে হবে
নিজেকে খুব সেয়ানা মনে কর তুমি
আপনি কমান্ডার এআইরাজুর স্টুডেন্ট নাকি?
মুছুনওনি সবাইকে ধুয়ে দেয় কিন্তু এমনই ধুরন্ধর সেয়ানা গিরি করে সবার অগোচরে স্বার্থ উদ্ধার নেন।
উত্তরমুছুনভাইয়া তোমার ইংলিস কবিতা পরতে চাই
নিশ্চয় আগামীতে পড়বেন ধন্যবাদ
মুছুন
উত্তরমুছুনশেতপএ এইজন্নে পরতে এত ভাল লাগে এত সুন্দর সুন্দর কাব্য সত্তি খুব সুন্দোর পএিকা
ধন্যবাদ
মুছুনMuklas via kbita kub nice hoisa
উত্তরমুছুনOnk sundar lagsa
Tmr kbita pora ami onk vlo lagsa
ধন্যবাদ প্রিয় পাঠক
মুছুন
উত্তরমুছুনমাএ 1 পিছ কবিতা পরে মন ভরে না পিও কবি ৷আরো পরতে মনে তৃস্না জাগে ইচছে করে সারাটি রাত তোমার মায়াবি চোখে তাকিয়ে তোমার কবিতা সুনি ৷
প্রিয় পাঠক আপনি নিশ্চয় আরো অনেক অনেক কবিতা পড়তে পারবেন।
মুছুনআপনার মতো জারুয়া সম্পাদক আর হয় না ভাইজান
উত্তরমুছুনআপনি একজন উন্নত মানের জারুয়া সম্পাদক
আপনাকে কবিতা দেয়া আমার ভুল
বারবার কবিতা নেন কিন্তু শেসে দেখি পএিকা আর প্রকাশ করতে পারেন না
এসব জারুয়ামি বাদ দিন
সম্পাদক সাজা আপনার কাজ না
যোগ্যতা লাগে এসব কাজে
আর কখনো আমার কাছে কবিতা চাইলে থোতা ফাটে দিব
আমার জানা মতে এরকম কোন ঘটনা ঘটেনি, অযথা মিথ্যা ব্লেম কখনো করবেন না।
মুছুনআর সনামে মন্তব্য করবেন
মখলেসুর রহমান সাহেবকে আমি অনেক আগেই হোলধোয়া নদির তিরে আমন্ত্রন করেচিলাম কারন আমি জানতাম তিনি ১জন নদিপ্রেমিক কবি ৷৷ কিন্তু তিনি আমার আমন্ত্রন রক্খা করেন নাই ৷৷ আমি আবারো আমন্ত্রন জানাচ্ছি পিও কবি আপনি একটি বার অন্তত আমাদের পিও হোলধোয়া নদির তীরে আসুন আপনার কবিতা আবৃতি করুন দেখবেন খুব সুখ পাবোন ৷ ভোগে নয় তেগেই প্রকৃত সুখ
উত্তরমুছুনঢোলগোবিন্দ চক্রবর্তী
মুছুনএই নদী কোথায়? লোকেশন দিন তারপর নাহয় আপনার আমন্ত্রণ নেয়া যায় কিনা ভাবা যাবে।
পাছাশুকা গ্রামের পাশ দিয়ে বয়ে গেসে আমার প্রাণপ্রিয় হোলধোয়া নদি৷আপুনি তারাতারি চলে আসুন মখলুসুপ রহমান সাহেব৷আপনি কবিতা আবৃতি করবেন হোলধোয়া নদির তিরে
মুছুনঢোলগোবিন্দ চক্রবর্তী
মুছুনবাহ্ তোর হোলধোয়া নদী যেতে হলে বাঁশঢুকা সেতু পাড় হতে হয় বুঝি!
জ্বি মোখলেস সাহেব বাশঢুকা সেতু পার হয়ে আসতে হবে ৷ আপনি চলে আসুন হোলধোয়া নদির পাড়ে বসে কবিতা আবৃতি করবেৱ
মুছুনআপনার আয়োজনের আন্তরিকতা সত্যিই লাজবাব।
মুছুনকবিতাটি ভাল হয়েছে মোকলেছ সাহেব। আপনার প্রতিভা দেখে সত্যিই অবাক হচ্ছি। আপনার একই অঙ্গে কতই না রূপ। সম্পাদনার কঠিন দায়িত্ব, মন্তব্যকারীদের সামলানো সেরে কখন যে কবিতা লিখেন বুঝতেই পারলাম না। আপনি সত্যই মহান লেখক।
উত্তরমুছুনশ্বেতপত্র পাঠ ও মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো আমাদের পক্ষ থেকে।
মুছুনআজ ৬ এ ডিসেম্বর রোজ শনিবার আমাদের পবিত্র কুরআনের ১৪৪৯
উত্তরমুছুনবছর পূর্ণ হল☺️
আলহামদুলিল্লাহ❤️
বদরুল
মুছুনভালো থাকুন
মাশাল্লা, জব্বর একটা কবিতা লিখছোছ। একেবারে ফাটাফাটি হইছে।
উত্তরমুছুনধন্যবাদ প্রিয় পাঠক
মুছুনভবিষ্যতের কথা ভেবে হিন্দিতে সাহিত্যরচনা শুরু করলাম। সম্পাদক প্রকাশ না করলে সে খানকির ছেলে৷
উত্তরমুছুনবনলতিয়া সেইন
(কবিবর চুস্তজিন্দগি দাসসাহিব কী মূল কাভ্য পর আধারিত)
উসকি বাল
হৈ কামাল
আন্ধেরা ভিদিশাকে চাল
সুরতমে শ্রাবস্তি নকশা
কৈসা হৈ কামাল
দূর কোই সমন্দরকা
নৈয়া আকেলা এক লরকা
আইল্যান্ড যাকে
দালচিনি খাকে
দেখে সমন্দরি ফেন
বৈসি প্রীত মেরে দিল মে জগাঈ
নাটুরবালী বনলতিয়া সেন।
জাদুকর কিছলু কুমার
মুছুনওহ যা লিখেছেন, লা-জবাব! হিন্দি কাব্য জগতে আপনার উজ্জ্বল উপস্থিতি ঘটুক। আর প্রকাশ করতে বলে নিজেই সে কর্ম সেরেই তো ফেলেছেন।
তুই আমার কবিতা প্রকাশ করবি না ? তার মানে তুই মকলু আসলে খানকির পোলা
মুছুনপ্লিজ বেয়াদবি করবেন এটা বেয়াদবির স্থান না!
মুছুনকি বাহে সম্পাদোকের ব্যাটা
উত্তরমুছুনম্যালাদিন পরে পত্রিকা প্রকাশ করলেন এবার
এগলা কোন কবিতা হইচে?
কবিতা আগোত পরো তার পরে লেখ
বুজলেন? নাহইলে দেখেননা পাটক কেমন চোদন দেয় তোমাক
Abuhena
মুছুনআপনার মন্তব্য দেখলাম যথার্থ বলেছেন।
মর্মার্থ সাদরে গ্রহীত হলো, ভালো থাকুন।
উত্তরমুছুনহে মহান সম্পাদক মোখলেছুর রহমান
সম্পাদনা জগতের হিরো আলম তুমি
আসো রংপুরে তোমার চরণ চুমি
তুমি সম্পাদনা জগতের মাহফুজুর রহমান
তোমার নাই বোধবুদ্দি মানসম্মান
তুমি নিজে হয়েছ উলঙ্গ
এখন অন্য লেখকদের করছ উলঙ্গ
তুমি অশিক্সিত
তুমি গামবাট
তোমার বুদ্দিবিচারহীন
জীবন্ত সার্কাস
তুমি পাঠকের বিনোদন
মগজশুন্য সার্কাসের ক্লাউন
আপনি তো
মুছুনজগৎ খ্যাত
চালিয়ে যান
উত্তরমুছুনওরে গামবাট সম্পাদক মকলু তুই এগুল কি প্র্রকাশ করিস ক তো
তোর কি বুদ্দি নাই
মাতাত গরব?
বাজে কাজ হয়েছে তাহলে প্রকাশিত প্রত্যেকটা লেখা ধরে ধরে ব্যাখ্যা দিন না। শুধু গাল মন্দ করতে পারলে বাঁচেন।
মুছুনমকলু তোমাকে আমি আগেই বলেচিলাম তোমার এসব বালছাল লেখা প্রকাশ করে নিজের ইজ্জত নিলামে তুল না৷ গরীবের কতা বাসি হলে ফলে
উত্তরমুছুনযা বলেন
মুছুনবলতে থাকুন
কি যুগ এলো বাবারে
উত্তরমুছুনমকু যেমন লেখক
তেমন সম্পাদক
লেখক যা মন চায় ছাইপাস লিখে
সম্পাদকো পকাত করে প্রকান করে দেয়
কোন বিবেচনা নাই
ছি শেতপএ ছি
মোখলেছুর তুমি বই পড় জ্ঞান অজন কর
লেখা ধরে ধরে ব্যাখ্যা দিন না মশাই
মুছুনআমার সময়ের দাম নাই ? আমি কি তোমার মত বেকার সম্পাদক ? আমি একজন BSC ৷ বোঝ তুমি এর মানে কি???
মুছুনসময়ের মূল্য অনেক সেটা আমরা প্রত্যেকেই জানি। তা এখানে সময় নষ্ট করতে কে ডেকেছে হে আপনারে?
মুছুনঅমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷